Book List

General Books

English

Butterflies of West Bengal

Dr. Satyabrata Ghosh

Purpose of this book, as explained by Dr. Ghosh himself in this book, is to invoke awareness in common people about the importance of conserving butterflies, one of the most important plant pollinators, to save butterflies from extinction and so as to save our food crops, our forests, our unique biodiversities and our living environment for our generations to come.

Bengali

নবদ্বীপ পরিক্রমা

Dr. Anup Kumar Santra

কোন জিনিস দেখার ক্ষেত্রে ভক্ত বৈষ্ণব ও সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য থাকে। সাধারণ মানুষ বাস্তবের চোখ দিয়ে দেখেন, আর বৈষ্ণব ভক্ত তিনি তাঁর আধ্যাত্মিকতার চোখ দিয়ে দেখেন। চৈতন্যপার্ষদ সাধক নরহরি তাঁর বৈষ্ণব চোখ দিয়ে মহাপ্রভুর পদধূলি বিজড়িত নবদ্বীপকে দেখেছেন এবং সেখানকার পরিবেশকে তিনি তাঁর গ্রন্থ “নবদ্বীপ পরিক্রমা”য় তুলে ধরেছেন বা বর্ণনা করেছেন। আসলে, পাঠভেদ সমেত পুঁথিভিত্তিক এই সমীক্ষাত্মক গ্রন্থ সম্পাদনায় নবদ্বীপের তৎকালীন ইতিহাস, ভৌগোলিক পরিধি তথা ভূগোল ও সাহিত্যকে যথার্থভাবে তুলে ধরা হয়েছে। যা নবদ্বীপকে বুঝতে, জানতে ও পরিভ্রমণ করতে এই গ্রন্থ গাইডের কাজ করবে।